মন্তব্য
ইরান-আফগানিস্তান সীমান্তে পরিপূর্ণ নিরাপত্তা বিরাজ করছে। গত কয়েক দিন ধরে সীমান্তের ওপারে নানা ঘটনা ঘটছে। তবে ইরান সীমান্তে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। উদ্বেগের কিছু নেই। ইরানের কোনো সীমানায় বিন্দু পরিমাণ সমস্যা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না।
আফগানিস্তানে তালেবানের হামলা বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ পাকপুর এসব কথা বলেন।
আইআরজিসি’র এই কমান্ডার বলেন, আফগানিস্তানে সংঘাতময় পরিস্থিতি বিরাজ করছে। এ পরিস্থিতিতে কোনো চক্র ইরান ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা করতে পারে। এ ধরনের যে কোনো প্রচেষ্টা কঠোরভাবে মোকাবেলা করতে ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে।
পার্সটুডে