নির্বাচনের দায়িত্ব পালনকালে নির্বাচন কমিশনের (ইসি) নিজস্ব কোনও কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অনিয়মের সঙ্গে জড়িত থাকার প্রমাণ মিললে তাকে চাকুরিচ্যুত করা হবে। সোমবার (৭ ফেব্রুয়ারি) শেষ ও সপ্তম ধাপে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানালেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
ইসির অতিরিক্ত সচিব জানান, ইতোমধ্যে অনিয়মে জড়িত ইসির অনেক কর্মকর্তা সাময়িক বরখাস্ত হয়েছেন, অনেকের বিরুদ্ধে বিভাগীয় মামলাও হয়েছে। এগুলোর তদন্ত চলছে, অভিযোগ প্রমাণিত হলে স্থায়ীভাবে বরখাস্ত হবেন।
৭ম ধাপের নির্বাচনের ভোটগ্রহণ প্রসঙ্গে অশোক কুমার দেবনাথ বলেন, বিকাল সাড়ে ৫টার তথ্য অনুযায়ী- ব্যালট পেপারে ভোট পড়েছে ৬৫ শতাংশের মতো। ইভিএমে পড়েছে ৬১ দশমিক ৫৩ শতাংশ। গণনা শেষ হলে পুরো চিত্র পাওয়া যাবে। সব মিলিয়ে নির্বাচন ভালো হয়েছে। উৎসব মুখর পরিবেশে ভোট হয়েছে, ভোটাররা ভোটকেন্দ্রমুখী হয়েছে। নির্বাচনি সহিংস ঘটনা স্থানীয়ভাবে সংঘটিত হয় উল্লেখ করে অতিরিক্ত সচিব আরও জানান, এ ক্ষেত্রে সরাসরি কমিশনের কোনও দায় নেই।
এমকে