মন্তব্য
সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে জেলে পাঠানোর জেরে দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু-নাটাল ও গৌতেং প্রদেশে সহিংসতা শুরু হয়েছে। জুমা-সমর্থকরা রাস্তঘাট অবরুদ্ধ রেখে দোকানে লুটপাট করছে। পরবর্তীতে বৃহত্তম শহর জোহানেসবার্গেও ছড়িয়ে পড়ে বিক্ষোভ।
পুলিশ জানিয়েছে, ঘটনায় কমপক্ষে ৬২ জনকে গ্রেফতার করা হয়েছে। ৪০ বছর বয়সী একজনের লাশ উদ্ধার করা হয়েছে। সহিংসতা ছড়িয়ে পড়া দুটি রাজ্যেই পুলিশের সক্ষমতা বাড়ানো হচ্ছে। যারা সামাজিক যোগাযোগমাধ্যমে সহিংসতায় উসকানি দিচ্ছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
আল জাজিরা