‌অকেজো মেয়ে বশের তাবিজ, নারী কবিরাজকে কুপিয়ে হত্যা

১২ জুলাই ২০২১

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালীতে মেয়ে বশের তাবিজে কাজ না হওয়ায় ক্ষুব্ধ হয়ে ফাতেমা বেগম (৪৩) নামে এক নারী কবিরাজকে কুপিয়ে হত্যা করেছে এক যুবক। এ ঘটনায় নিহতের মেয়ে পাখি আকতার (২০), তাদের বাড়ীতে থাকা আত্মীয় রাবেয়া বেগম (৩৫) ও তার কন্যা বৃষ্টি (১০)সহ তিন জন গুরুতর আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে শীলকূপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নূর উদ্দীন সিকদার বাড়িতে এ ঘটনা ঘটে।

এদিকে ঘটনার পরপরই অভিযুক্তকে আটক করেছে পুলিশ। তার নাম মো. এহসান, একই ওয়ার্ডের মাইজপাড়া এলাকার মো. ইব্রাহীম প্রকাশ বদর আমিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার আগে ফাতেমা বেগমের বাড়িতে যায় এহসান। এ সময় তাকে একটি ডাব কেটে খেতে দেয় ফাতেমা বেগম। এহসান সেই ডাব না কেটে ফাতেমা বেগমকে কোপানো শুরু করে। এ সময় হাসপাতালে ভর্তিকৃতরা এগিয়ে গেলে তাদেরও কোপানো হয়।

স্থানীয়রা তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয় তাদের। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গেলে চিকিৎসক ফাতেমা আক্তারকে মৃত ঘোষণা করেন। বাকিদের ২৬ নম্বর অর্থোপেডিক্স ওয়ার্ডে ভর্তি করা হয়।

ফাতেমা বেগমের কাছে থেকে এক বছর আগে এক মেয়েকে বশ করতে তাবিজ নেয় এহসান। এক তাবিজে কাজ না হওয়ায় পরবর্তীতে সে আরো তাবিজ নিতে থাকে। তাবিজ নেয়ার পর উল্টো এহসানের শরীর খারাপ হতে থাকে। সোমবার সকালে আবারো ওই কবিরাজ বাড়ি যায় এহসান।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সফীউল কবির বলেন, আটক অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

দিলীপ কুমার তালুকদার/এমকে

 


মন্তব্য
জেলার খবর