মাছ-জালসহ জেলেদের মালামাল লুট, মুক্তিপণে ৫ মাঝির রক্ষা

১২ জুলাই ২০২১

ভোলা প্রতিনিধি:

ভোলায় গণডাকাতির সময় আটক ৫ ট্রলার মাঝির কাছে থেকে এক লাখ টাকা মুক্তিপণ আদায় করেছে জলদস্যুরা। তার আগে মাছ ধরার ৬টি ট্রলারে হানা দিয়ে জেলেদের মাছ ও জালসহ বিভিন্ন মালামাল লুটে নিয়েছে তারা। রোববার রাত ১১টার তজুমদ্দিন ও মনপুরা উপজেলার মাঝা-মাঝি মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে গণডাকাতির এ ঘটনা ঘটে। সোমবার উপজেলার শশীগঞ্জ সুইচঘাট এলাকার মৎস্য আড়ৎদার আলমগীর দর্জি এ তথ্য নিশ্চিত করেন।

মুক্তিপণদাতারা হলে- মাকসুদ মাঝি (৩৬), শফি উদ্দিন মাঝি (৪০), নকিব মাঝি (৪২), রুবেল মাঝি (৩৫) ও হারুন মাঝিকে (৩৮)। তাদের বাড়ি তজুমদ্দিন ও মনপুরা উপজেলার বিভিন্ন গ্রামে।

আড়ৎদার আলমগীর দর্জি জানান, প্রতিদিনের মতো জেলেরা ঘটনা এলাকায় ট্রলার নিয়ে মাছ শিকার করছিলেন। তখন অপর একটি ট্রলার নিয়ে ১২-১৫ জন ডাকাত (জলদস্যু) অস্ত্র নিয়ে মনপুরা উপজেলার তিনটি ও তজুমদ্দিন উপজেলার তিনটি ট্রলারের হানা দেয়।তারা জেলেদের মারধর করে মাছ, জাল, সোলার প্যানেল, ব্যাটারি, মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল লুট করে। পাশাপাশি ৫টি ট্রলার থেকে ওই ৫ মাঝিকে চোখ বেঁধে নিয়ে যায়। পরে তাদের পরিবারের সদস্যদের কাছে ফোন করে ২০ হাজার করে মোট ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা পাওয়ার পর সোমবার সকালে বোরহানউদ্দিন উপজেলার মির্জাকালু এলাকায় তাদের ছেড়ে দেয়া হয়।বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

জেলে ও আড়ৎদার সমিতির নেতারা জানান, এ ঘটনায় জেলে ও মৎস্য আড়ৎদাদের মাঝে আতংক ছড়িয়ে পড়ছে। আগামী ঈদ পর্যন্ত মেঘনায় জেলেদের মাছ শিকার নিরাপদ-নির্বিঘ্ন করতে প্রশাসনের তৎপরতা বৃদ্ধির দাবি জানান তারা।

তজুমদ্দিন থানার অফিসার ইন-চার্জ (ওসি) এসএম জিয়াউর হক জানান, বিষয়টি আমাদের মৌখিকভাবে জানানো হয়েছে। এখনো লিখিত অভিযোগ করেনি কেউ। তবে আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

কামরুজ্জামান শাহীন/এমকে

 


মন্তব্য
জেলার খবর