চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার পলাতক তিন আসামির দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার বিকালে শুনানি শেষে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমানের আদালত এ আদেশ দেন।
এ তিন আসামি হলো- কামরুল ইসলাম শিকদার মুছা, এহতেশামুল হক ভোলা ও খায়রুল ইসলাম কালু। মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক সন্তোষ কুমার চাকমা জানান, আদেশটি দেশের সব স্থল ও বিমানবন্দরে পাঠিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, ২০১৬ সালের ৫ জুন সকালে জিইসি মোড়ে মিতুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। নিজের ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাচ্ছিলেন তিনি। ঘটনার ৫ বছরের মাথায় মিতুর স্বামীসহ ৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন তার বাবা মোশারফ হোসেন। গত ১২ মে নগরীর পাঁচলাইশ থানায় মামলাটি হওয়ার পর একই দিনে মামলাটির তদন্তভার পায় পিবিআই।
দিলীপ কুমার তালুকদার/এমকে