মন্তব্য
কান চলচ্চিত্র উৎসবের স্মৃতি হিসেবে ফ্রান্সের সমুদ্রতটে সূর্য স্নান নেওয়ার একটি ছবি তার ভক্তদের জন্য শেয়ার করেছেন ভারতীয় বাঙালি অভিনেত্রী পাওলি দাম।
সেই ছবিতে দেখা যাচ্ছে, কানের সাদা বালিতে লাল তোয়ালে পেতে লাল বিকিনি গায়ে জড়িয়ে শুয়ে আছেন। চোখে তার রোদ এড়িনোর চশমা, খোলা কেশে।
লাল বিকিনিতে সমুদ্রের ধারে নিজের রোদ পোহানোর ছবির ক্যাপশনে পাওলি লিখেছেন, ‘অনেক দিন আগের নীল! এক দশক আগে কোনও এক সোমবার সকাল! একাকী আমি…’
সংবাদ প্রতিদিন