মন্তব্য
বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা তার ইনস্টাগ্রামে ৬ মাস বয়সী ভামিকাকে নিয়ে মোট ৩টি ছবি পোস্ট করেছেন।
যেখানে দেখা গেছে, আনুশকার বুকের উপর খেলা করছে ছোট্ট ভামিকা। অন্যদিকে আরেকটি ছবিতে আনুশকার পায়ের সঙ্গে ভামিকার মিল। তৃতীয় ছবিতে ভামিকাকে কোলে নিয়ে আদরে মত্ত বিরাট কোহলি।
এসব ছবি পোস্ট করে আনুশকা লিখলেন, তোমার একটা হাসিই আমাদের গোটা বিশ্বটাকে বদলে দেয়। তোমার একটা চাউনিই আমাদের বেঁচে থাকার রসদ। আমাদের ছোট্ট সোনা। আমাদের তিনজনের বন্ধনের ৬ মাস পূর্ণ শুভ হোক।