অপুষ্টিতে ভোগা মানুষের সংখ্যা আগের পাঁচ বছরে কার্যত অপরিবর্তিত থাকলেও গতবছর তা বেড়ে হয়েছে প্রায় ৭৬ কোটি ৮০ লাখ, যা গোটা বিশ্বের জনসংখ্যার প্রায় ১০ শতাংশ এবং এই সংখ্যা ২০১৯ সালের তুলনায় প্রায় ১১ কোটি ৮০ লাখ বেশি।
সোমবার প্রকাশিত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও), বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সম্মিলিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
“বিশ্ব খাদ্য নিরাপত্তা ও পুষ্টির সার্বিক অবস্থা” শীর্ষক ২০২১ সংস্করণের এই প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান ধারা চলতে থকলে জাতিসংঘের ২০৩০ সাল নাগাদ বিশ্বকে ক্ষুধামুক্ত করার লক্ষ্য পূরণ করা সম্ভব হয়ে উঠবে না। প্রায় ৬৬ কোটি মানুষ ক্ষুধাপীড়িত থেকে যাবে।
পর্যাপ্ত খাবার পান না এমন মানুষের সংখ্যা গতবছর ৩২ লাখ থেকে বেড়ে ২৩৭ কোটিতে পৌঁছেছে, যা গত পাঁচ বছরে বেড়ে যাওয়া মোট সংখ্যার চেয়েও বেশি।অপুষ্টিতে ভোগা ৭৬ কোটি ৮০ লাখ মানুষের মধ্যে ৪১ কোটি ৮০ লাখের বাস এশিয়ায়। বাকি ২৮ কোটি ২০ লাখের বাস আফ্রিকায় এবং ৬ কোটি মানুষ লাতিন আমেরিকায় বাস করেন। তবে আফ্রিকায় ২১ শতাংশ মানুষই অপুষ্ট, যা অন্যান্য যে কোন অঞ্চলের চেয়ে দ্বিগুণ।
রয়টার্স