ওয়াখান শহরের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান

১৩ জুলাই ২০২১

চীনের সাথে আফগানিস্তানের একমাত্র সীমান্ত শহর বাদাখশন প্রদেশের ওয়াখানের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান।

বাদাখশান প্রদেশের গভর্নিং কাউন্সিলের সদস্য আব্দুল্লাহ নাজি নাজারি বলেন, ওয়াখান জেলায় মোতায়েন আফগান সরকারি সেনারা তাজিকিস্তানে পালিয়ে গেছে এবং তালেবান শহরটি বিনা যুদ্ধে দখল করে নিয়েছে।

ভৌগলিকভাবে ওয়াখান করিডর খুবই দুর্গম। এর উত্তর পশ্চিম দিকে তাজিকিস্তান, দক্ষিণ দিকে পাকিস্তান এবং উত্তর পূর্ব দিকে চীন সীমান্ত রয়েছে।

পার্স টুডে ও তোলো নিউজ


মন্তব্য
জেলার খবর