যানজট নিরসনে ক্যাবল কার

১৩ জুলাই ২০২১

মেক্সিকো সিটি শহরটির যানজট নিরসনে নয় দশমিক দুই কিলোমিটার দীর্ঘ ক্যাবল কার চালু করা হয়েছে।

রয়েছে পৃথক ৫টি স্টেশন। প্রতিটি স্টেশনের দৈর্ঘ্য এক দশমিক সাত কিলোমিটার। 

ক্যাবল কারটির প্রতিটি ক্যাবিনে আসন রয়েছে দশটি করে। পর্যাপ্ত আলো-বাতাসের জন্য ক্যাবিনের জানালাগুলোও বেশ বড়।

নিউ ইয়র্ক টাইমস


মন্তব্য
জেলার খবর