ফের সর্বোচ্চ শনাক্ত, মৃত্যু ২২০

১৩ জুলাই ২০২১

দেশে ফের সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে গত ২৪ ঘণ্টায়, ১৩ হাজার ৭৬৮ জন।একই সময়ে মারা গেছেন করোনা আক্রান্ত ২২০ জন।পাশাপাশি করোনামুক্ত হয়েছেন সাত হাজার ২০ জন। সোমবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এর আগে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয় গত ১১ জুলাই, ১১ হাজার ৮৭৪ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, তাদের হিসাবে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১০ লাখ ৩৪ হাজার ৯৫৭ জনের। এর মধ্যে মারা গেছেন  ১৬ হাজার ৬৩৯ জন। সুস্থ হয়েছেন আট লাখ ৮১ হাজার ৫২১ জন। নমুনা পরীক্ষা করা হয়েছে ৭০ লাখ ১৫ হাজার ২৩৪টি। শনাক্তের হার ১৪ দশমিক ৭৫ ।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ৪৬ হাজার ৪৫টি, পরীক্ষা হয়েছে ৪৪ হাজার ৬৭টি। শনাক্তের হার ৩১ দশমিক ২৪। মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৪২ জন, নারী ৭৮ জন।  বিভাগ ভিত্তিক ঢাকায় ৬৪ জন, চট্টগ্রামে ৩৭ জন, রাজশাহীতে ২৩ জন, খুলনায় ৫৫ জন, বরিশালে চার জন, সিলেটে ছয় জন, রংপুরে ১৮ জন এবং ময়মনসিংহে ১৩ জন। সরকারি হাসপাতালে  ১৬৭ জন, বেসরকারি হাসপাতালে ৪০ জন এবং বাড়িতে ১৩ জন মারা গেছেন।

এমকে

 

 


মন্তব্য
জেলার খবর