৭ দিন শিথিল থাকবে লকডাউন

১৩ জুলাই ২০২১

সারাদেশে চলমান কঠোর বিধিনিষেধ (লকডাউন) ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিল করা হবে। এরপর আগামী ২৩ জুলাই থেকে আবারো এ বিধিনিষেধ আরোপ করা হবে। সোমবার (১২ জুলাই) তথ্য বিবরণীতে বিষয়টি জানিয়েছে তথ্য অধিদফতর।

তথ্য অধিদফতর জানায়, শিথিলের বিষয়ে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করা হবে, জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ। এদিকে এ সাতদিন শপিংমল ও দোকাপাট খোলা রাখা ও গণপরিবহন চলাচল সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করা হবে বলে আভাস পাওয়া গেছে  প্রসঙ্গত, করোনা সংক্রমণ রোধে সারাদেশে এ বিধিনিষেধ আরোপ করে সরকার।

এমকে


মন্তব্য
জেলার খবর