ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পোশাক শিল্পের রফতানি পণ্য চুরি প্রতিরোধে কমিটি গঠন করা হয়েছে।সোমবার এ কমিটি গঠন করে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পোশাক শিল্পের রফতানি পণ্য চুরি প্রতিরোধ বিষয়ক সভায় এ কমিটি গঠন হয়। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী । এর আগে পুলিশ প্রধান ড. বেনজীর আহমেদ এ চুরি প্রতিরোধে সংশ্লিষ্টদের নিয়ে একটি কমিটি গঠনের প্রস্তাবনা দেন।
কমিটিতে হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (কমিটি প্রধান), বিজিএমইএ, আইন প্রয়োগকারী সংস্থা এবং বাংলাদেশ কাভার্ডভ্যান মালিক সমিতির প্রতিনিধিদের রাখা হয়েছে। চুরি বন্ধে সংশ্লিষ্ট সবার জন্য এসওপি (স্ট্যান্ডার্ড অপারেশনাল প্রসিডিউর) নির্ধারণ করে দেয়াই এ কমিটির প্রধান দায়িত্ব। এ চুরি বন্ধে এখন থেকে হাইওয়ের পাশাপাশি সংযুক্ত ফিডার রোডগুলোতেও টহলদারি ও তদারকি জোরদার করতে হাইওয়ে পুলিশকে নির্দেশনা দেয়া হয় সভায় ।