যে কোনোভাবেই হোক মহাসড়কে রফতানি পণ্যের চুরি বন্ধ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেছেন, এ চুরি বন্ধে সরকারের অবস্থান জিরো ট্রলারেন্স। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পোশাক শিল্পের রফতানি পণ্য চুরি প্রতিরোধ বিষয়ক সভায় এ নির্দেশ দেন। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী ।
পোশাক শিল্পে সুষ্ঠু আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখাসহ সব সহযোগিতা প্রদানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তৎপর রয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ চুরি বন্ধে সিসিটিভির নজরদারিতে আনতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কটির বিভিন্ন স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজ শুরু হয়েছে। আগামী চার মাসের মধ্যে এ কাজ শেষ হবে।
সভায় মহাসড়কে রফতানি পণ্যের চুরি বন্ধে একটি কমিটিও গঠন করে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার আগে সংশ্লিষ্টদের নিয়ে একটি কমিটি গঠনের প্রস্তাবনা দেন পুলিশ প্রধান ড. বেনজীর আহমেদ।
এমকে