সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর কমেছে সিংহভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের। একই সঙ্গে সূচকের পতন দেখা গেছে। তবে আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে লেনদেন- ৯২ কোটি ৬৯ লাখ টাকা।
এদিন শেয়ার লেনদেনে অংশ নেওয়া ৩৮০টি কোম্পানির মধ্যে দর কমেছে ১৯২টির, বেড়েছে ১৩৩টির এবং অপরিবর্তিত থাকে বাকি ৫৫টির। তিন সূচকের মধ্যে ডিএসইএক্স ১২ দশমিক ৪৯, ডিএসইএস ৪ দশমিক ৪৩ ও ডিএস-৩০ ৩ দশমিক ৮১ পয়েন্ট কমেছে। দিন শেষে ডিএসইএক্স সাত হাজার ৫১ দশমিক ৮০, ডিএসইএস এক হাজার ৫০৯ দশমিক ৫৫ ও ডিএস-৩০ দুই হাজার ৬০৭ দশমিক ৭২ পয়েন্টে অবস্থান করে। লেনদেন হয় মোট এক হাজার ৪২৭ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ৩৩৫ কোটি ৯ লাখ টাকা।
সোমবার লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত পতনের চিত্র দেখা গেছে। লেনদেনের তালিকায় টাকার অঙ্কে শীর্ষে ওঠে আসে বাংলাদেশ শিপিং করপোরেশন- ১২৩ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। দর বৃদ্ধির শীর্ষে ওঠে আসে ইয়াকিন পলিমার লিমিটেডের নাম, ৯ দশমিক ৯৫ শতাংশ দর বৃদ্ধির পায়।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩০৮টি কোম্পানির মধ্যে দর কমেছে ১৪৮টির, বেড়েছে ১২২টির এবং অপরিবর্তিত ছিল ৩৮টির। দুই সূচকের মধ্যে সিএসসিএক্স ২৬ দশমিক ৫১ পয়েন্ট কমে ১২ হাজার ৪২০ দশমিক ৮০ পয়েন্টে এবং সিএএসপিআই ৪৬ দশমিক ১৫ পয়েন্ট কমে ২০ হাজার ৬৭৫ দশমিক ৩৯ পয়েন্টে অবস্থান করে। আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ১১ কোটি ১২ লাখ টাকা, লেনদেন হয় ৪২ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল ৫৩ কোটি ৩৯ লাখ টাকা।
এমকে