কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথসহ আটক-৩

১৩ জুলাই ২০২১

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম মহানগরীতে ৯৭৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস)সহ তিন ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।আটকের সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ক্রিস্টাল মেথের আনুমানিক বাজার দর ১ কোটি টাকা। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭’র সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার। গত সোমবার বিকালে সাড়ে ৫টার দিকে কোতয়ালী থানাধীন পাথরঘাটা এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান তিনি।

আটকরা হলেন- পটিয়া থানার পূর্ব বাথুয়া গ্রামের শহিদুল ইসলাম টিপু (২৮) ও কাজী আমিনুর রশিদ (৪৮) ও রাউজান থানার গুজরা নোয়াপাড়া গ্রামের মো. সাইমন তারেক (৪৯)। র‌্যাবের ভাষ্য, আটকরা মাদক কারবারী।

মো. নূরুল আবছার জানান, তাদের সঙ্গে থাকা একটি ব্যাগ এ ক্রিস্টাল মেথ (আইস) ছিল। তাদেরকে কোতোয়ালী থানায় সোপর্দ করা হয়েছে।

প্রসঙ্গত, ক্রিস্টাল মেথ অতি উচ্চমাত্রার মাদকদ্রব্য। এটি সেবনে অনিদ্রা ও অতি উত্তেজনা তৈরি হয়, স্মৃতিভ্রম ও মস্তিষ্ক বিকৃতি, স্ট্রোক, হৃদরোগ, কিডনি, লিভার নষ্ট হয়। এ ছাড়া দাঁত ক্ষয়, অতিরিক্ত ঘাম, চুলকানি, রাগ ও আত্মহত্যার মতো ভয়ানক প্রবণতাও তৈরি হয়।

১৮৮৭ সালে জার্মানিতে মারাত্মক সব ড্রাগের ওপর গবেষণা করতে গিয়ে আবিষ্কৃত হয় ক্রিস্টাল ড্রাগ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুদ্ধবিমান চালক ও সৈনিকদের সারাক্ষণ নির্ঘুম রাখতে জার্মান ও জাপানিজ পাইলটদের এ কড়া ড্রাগ ব্যবহারে উৎসাহিত করা হত। পরবর্তীতে এর নাম পরিবর্তিত হয়ে কোথাও ক্রিস্টাল মেথ, আইস, এক্সটেসি, ম্যাড-ড্রাগ এবং এলাকাভেদে নানা নামে ব্যবহার শুরু হয়। ১৯৭০ সালে আমেরিকাতে ক্রিস্টাল মেথ নিষিদ্ধ ঘোষণা করা হয়। ২০১০ সালে অস্ট্রেলিয়া হয়ে সিঙ্গাপুর, মালয়েশিয়া, লাওস, চীন, থাইল্যান্ড, মিয়ানমার হয়ে বাংলাদেশে এর ব্যবহার শুরু হয়।

 

দিলীপ কুমার তালুকদার/এমকে

 


মন্তব্য
জেলার খবর