খুলনার ৫ হাজার দুস্থ-অসহায়ের পাশে দাঁড়ালেন সেনাপ্রধান

১৩ জুলাই ২০২১

খুলনা সংবাদদাতা:
খুলনায় স্থানীয় ৫ হাজার দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। মঙ্গলবার খুলনা জেলা স্টেডিয়ামে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।এর আগে একই দিনে খুলনা অঞ্চলে সফরে আসেন তিনি। ২৪ জুন দায়িত্ব গ্রহণের পর এ অঞ্চলে এটা তার প্রথম সফর।

খাদ্যসামগ্রী বিতরণকালে চলমান করোনা সঙ্কট মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার আরোপিত বিধিনিষেধ যথাযথভাবে প্রতিপালনের আহবান জানান সেনাপ্রধান।পরে মহানগরীর শিববাড়ী মোড়ে সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিদর্শন ও খুলনা সার্কিট হাউজে স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় সেনাপ্রধানের সঙ্গে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. নুরুল আনোয়ার, খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন, খুলনা জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাসুদুর রহমান ভূঞাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


গাজী সুফিয়ান/এমকে

 


মন্তব্য
জেলার খবর