শপথ নিলেন ভোলার নবনির্বাচিত ১২ ইউপি চেয়ারম্যান

১৩ জুলাই ২০২১

ভোলা প্রতিনিধি

নির্বাচিত হওয়ার ২২ দিনের মাথায় দায়িত্ব পালনের জন্য শপথ নিলেন ভোলার নবনির্বাচিত ১২ জন ইউপি (ইউনিয়ন পরিষদ) চেয়ারম্যান। মঙ্গলবার বিকাল ৪টায় ভোলা জেলা প্রশাসকের মিলনায়তনে তাদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক তৌফিক ইলাহী চৌধুরী।

শপথ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা পরিষদ চেয়ারম্যার আব্দুল মমিন টুলু, ডিডিএলজি মামুন আল ফারুখ প্রমূখ। উল্লেখ্য, গত ২১ জুন অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলার বোরহানউদ্দিন উপজেলায় ২টি, তজুমদ্দিন উপজেলায় ৩টি, চরফ্যাশন উপজেলায় ৫টি ও মনপুরা উপজেলায় ২টি ইউনিয়ন থেকে নির্বাচিত হন এসব চেয়ারম্যান।

কামরুজ্জামান শাহীন/এমকে

 


মন্তব্য
জেলার খবর