মরিচের গুঁড়ায় একাধিকবার ধর্ষণ প্রতিরোধ কিশোরীর!

১৩ জুলাই ২০২১

চট্টগ্রাম প্রতিনিধি:

অভিযুক্তের চোখে-মুখে মরিচের গুড়া ছিটিয়ে একাধিকবার ধর্ষণের হাত থেকে নিজেকে রক্ষা করে কিশোরী। কিন্তু মরিচের গুঁড়ার ভয়ে কাছে ঘেঁষতে না পারায় অন্যভাবে তাকে ঘায়েলের চেষ্টা করে অভিযুক্ত। বাধ্য হয়ে ৯৯৯ নম্বরে ফোন দিয়ে ঘটনাটি পুলিশকে জানায় ভুক্তভোগী। আর অভিযোগ পেয়ে অভিযুক্তকে আটক করে পুলিশ। ঘটনাটি ঘটেছে চট্রগ্রাম মহানগরীতে।

অভিযুক্তের নাম মো. জাহাঙ্গীর আলম (২২)। সোমবার রাতে নগরের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে হয়। সে কুমিল্লার চান্দিনা থানার মহনপুর গ্রামের মো. ওয়াহিদের ছেলে। এ ঘটনায় তার নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে ভুক্তভোগীর মা।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ভুক্তভোগী ৯ম শ্রেণির শিক্ষার্থী। স্কুলে যাওয়া-আসার পথে জাহাঙ্গীর প্রায়ই তাকে বিরক্ত করতো, তার সঙ্গে কথা বলতে চাইতো। কিন্তু কিশোরী তাকে গুরুত্ব দিতো না। একদিন ভুক্তভোগীর বাসায় চলে আসে জাহাঙ্গীর। এ সময় বাসায় কেউ ছিল না, ভুক্তভোগী চিৎকারের চেষ্টা করলে তাকে তার কিছু নগ্ন ছবি দেখানো হয়। ছবিগুলো জাহাঙ্গীরের এডিট করা। এ সব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ধর্ষণ করা হয়।

ওসি আরো বলেন, লোকলজ্জার ভয়ে ঘটনা কাউকে বলেনি ভুক্তভোগী। তার কিছুদিন পর আবারো ভুক্তভোগীর বাড়িতে আসে জাহাঙ্গীর। তাকে দরজায় আসতে দেখেই মরিচের গুঁড়া নিয়ে তার চোখে মুখে ছিটিয়ে দেয় এবং সে দিনের মতো নিজেকে রক্ষা করে ভুক্তভোগী। এরপর জাহাঙ্গীর আরো একবার আসে। আগের মতোই একই কায়দায় মরিচের গুঁড়া ছিটিয়ে নিজেকে রক্ষা করে ভুক্তভোগী।

 

দিলীপ কুমার তালুকদার/এমকে

 


মন্তব্য
জেলার খবর