গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ২০৩ জন মারা গেছেন। নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১২ হাজার ১৯৮ জনের। মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়।
স্বাস্থ্য অধিদফতরের হিসেবে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১০ লাখ ৪৭ হাজার ১৫৫ জনের। এর মধ্যে মারা গেছেন ১৬ হাজার ৮৪২ জন। নমুনা পরীক্ষা হয়েছে ৭০ লাখ ৫৬ হাজার ৯৮৯টি। শনাক্তের হার ১৪ দশমিক ৮৪ ।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ৪৩ হাজার ৬৩১টি,পরীক্ষা হয়েছে ৪১ হাজার ৭৫৫টি। শনাক্তের হার ২৯ দশমিক ২১। মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৩২ জন, নারী ৭১ জন। বিভাগ ভিত্তিক ঢাকায় ৬১ জন, চট্টগ্রামে ৩০ জন, রাজশাহীতে ২৭ জন, খুলনায় ৫৩ জন, বরিশাল ও সিলেটে পাঁচ জন করে, রংপুরে ১৫ জন আর ময়মনসিংহে সাত জন। সরকারি হাসপাতালে ১৫৫ জন, বেসরকারি হাসপাতালে ৩৪ জন আর বাড়িতে ১৪ জন মারা গেছেন ।
এমকে