মন্তব্য
টিকা প্রয়োগের ফলে রক্ত জমাট বাঁধায় ইতোমধ্যেই জনসন অ্যান্ড জনসনের টিকাদান স্থগিত করেছে যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন।
এবার এ টিকার পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে গুলেন বারি সিনড্রোম নামে বিরল এক স্নায়বিক রোগের।
অথচ জনসন অ্যান্ড জনসনের গ্লোবাল হেড জন ভ্যান হফ বলেছিলেন, আমাদের ভ্যাকসিন বিভিন্ন স্ট্রেনকে প্রতিরোধ করতে সক্ষম।