জনসনের টিকাদান স্থগিত

১৪ জুলাই ২০২১

টিকা প্রয়োগের ফলে রক্ত জমাট বাঁধায় ইতোমধ্যেই জনসন অ্যান্ড জনসনের টিকাদান স্থগিত করেছে যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন।

এবার এ টিকার পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে গুলেন বারি সিনড্রোম নামে বিরল এক স্নায়বিক রোগের।

অথচ জনসন অ্যান্ড জনসনের গ্লোবাল হেড জন ভ্যান হফ বলেছিলেন, আমাদের ভ্যাকসিন বিভিন্ন স্ট্রেনকে প্রতিরোধ করতে সক্ষম। 


মন্তব্য
জেলার খবর