শহরের ভেতরে লড়াই চায় না তালেবান

১৪ জুলাই ২০২১

তালেবান কমিশনের প্রধান আমির খান মোত্তাকি বলেছেন, পাহাড়ি ও মরু অঞ্চলের লড়াই এখন শহরের দোরগোড়ায়। মুজাহিদিনরা শহরের ভেতরে কোনো লড়াই চায় না।

বিদ্রোহীদের কাছে আত্মসমর্পণ করা সরকারি বাহিনীর সেনাদের দেখভাল করেন আমির খান মুত্তাকি। তালেবানকে সহায়তা করতে স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

এই বিদ্রোহী নেতা বলেন, এটা খুবই ভালো হবে, যদি যে কোনো চ্যানেল ব্যবহার করে আমাদের আমন্ত্রণে সাড়া দেওয়া হয়। এতে তাদের শহরগুলো ক্ষতি থেকে রক্ষা পাবে।


মন্তব্য
জেলার খবর