মন্তব্য
করোনার ভারতীয় ধরণ মোকাবেলায় হিমশিম খাচ্ছে দেশ। ক্রমশ বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। দিন যত গড়াচ্ছে অবস্থা আরো গুরুতর হচ্ছে। এ পরিস্তিতিতে চিকিৎসক ও নার্স সঙ্কট দেখা দিয়েছে। ফলে জরুরি ভিত্তিতে স্বাস্থ্য খাতে নতুন করে সাড়ে ১৭ হাজার জনবল নিয়োগের ঘোষণা দেয়া হয়েছে।
এর মধ্যে রয়েছে ২ হাজার চিকিৎসক, ৪ হাজার নার্স, ৪০৯ জন জুনিয়র কনসালট্যান্ট ১১ হাজার টেকনোলজিস্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়োগ প্রক্রীয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন।
নিয়োগের ক্ষেত্রে কেবল লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে। এক্ষেত্রে কোনোরকম মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না। অ্যানেসথেসিওলজিস্ট বা জুনিয়র কলসালট্যান্ট হিসেবে আবেদনের ক্ষেত্রে বয়স ৫০ বছর পর্যন্ত বর্ধিত করা হয়েছে।