কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিজের মামাতো ভাইসহ এক কলেজশিক্ষক নিহত হয়েছেন। বুধবার সকাল ৬ টায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের মধুপুর কলার হাটের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সাতক্ষীরা সরকারি কলেজের সহযোগি অধ্যাপক শফিউল আজম ও তার মামাতো ভাই এনামুল ইসলাম।শফিউল আজম জেলার মিরপুর উপজেলার খয়েরপুর গ্রামের মৃত ফজলুল হকের ছেলে ও এনামুল পার্শ্ববর্তী চরপাড়া গ্রামের আব্দুল গনি মন্ডলের ছেলে।
জানা যায়, শফিকুল আজম তার কর্মস্থল সাতক্ষীরা থেকে মোটরসাইকেল যোগে নিজের বাড়ি আসছিলেন। ঘটনাস্থলে একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এনামুলের মৃত্যু হয়, হাসপাতালে নেয়ার পর শফিউল আজম মারা যান। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন এনামুল ইসলাম।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জুলহাস উদ্দিন বলেন, মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
মাহমুদ শরীফ/এমকে