মারা যাওয়া সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর মাথায় ক্ষতচিহ্ন

১৪ জুলাই ২০২১

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি:

কুষ্টিয়ার কুমারখালীতে মারা যাওয়া শিলাইদহ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নাসির উদ্দিন বিশ্বাসের মাথায় ক্ষতচিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার  রাত সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের সৈয়দ মাসউদ রুমি সেতুর মাঝখান নিজের মোটরসাইকেলসহ পড়েছিলেন তিনি। নাসির উদ্দিন বিশ্বাসের পরিবারের দাবি- তাকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাসির উদ্দিন বিশ্বাস নাউতি গ্রামের মৃত ইয়াকুব আলী বিশ্বাসের ছেলে। পেশায় বালু ব্যবসায়ী ছিলেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুই সন্তানের জনক নাসির উদ্দিন বিশ্বাস গ্রামের বাড়ি নাউতি থেকে রাতে কুষ্টিয়া শহরের বাড়িতে যাচ্ছিলেন। ঘটনাস্থলে তাকে পড়ে থাকতে দেখে ‘৯৯৯’ নম্বরে কল দিয়ে ঘটনাটি পুলিশকে জানান এলাকাবাসী। এরপর পুলিশ তাকে হাসপাতালে নিয়ে যায়।

নাসির উদ্দিন বিশ্বাসের পরিবার সূত্রে জানা গেছে, তিনি ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ছিলেন। এ ছাড়া শিলাইদহ ঘাট ও বালুমহাল এবার ইজারা পেয়েছিলেন। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। নিহতের ভাতিজা জাহিদ জানান, আমরা মামলা করবো।


কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আশরাফুল আলম জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই নাসির উদ্দিন মারা যান। রাত সোয়া ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়।ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।


কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, নাসির উদ্দিন বিশ্বাসের ব্যবহৃত মোটরসাইকেলটি অনেক দূর ছেঁচড়ে গিয়েছিল। মাথায় হেলমেট ছিল না। মাথার পেছনে ক্ষতচিহ্ন রয়েছে।তিনি সড়ক দুর্ঘটনার শিকার হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।


মাহমুদ শরীফ/এমকে


মন্তব্য
জেলার খবর