মালালার বিরুদ্ধে প্রচারণা পাকিস্তানে

১৪ জুলাই ২০২১

পাকিস্তানি তরুণী মালালা ইউসুফজাই পশ্চিমাদের নির্দেশে ইসলাম ধর্মবিরোধী প্রোপাগান্ডা ছড়াচ্ছেন। এই ধরনের অভিযোগ তুলে সম্প্রতি মালালার বিরুদ্ধে প্রচারণা শুরু হয়েছে পাকিস্তানে।

দেশটির বেসরকারি স্কুল সংগঠনের প্রেসিডেন্ট কাশিফ মির্জা বলেন, পাকিস্তানের দুই লাখ বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের কাছে মালালার আসল রূপ তুলে ধরতে চাই। তিনি বিয়ের মতো পবিত্র সামাজিক প্রতিষ্ঠানের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। বিয়ের বদলে নারী-পুরুষ একসঙ্গে থাকা বা ‘পার্টনারশিপ’-এর পক্ষে কথা বলেছেন, যা ইসলাম ধর্মে পুরোপুরি অবৈধ।

ফ্যাশন ও লাইফস্টাইল বিষয়ক বিখ্যাত ‘ভোগ’ ম্যাগাজিনের গত জুন সংখ্যায় মালালার একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়। সাক্ষাৎকারে মালালা বলেন, ‘আমি একটা ব্যাপার বুঝতে পারি না, সবাই বিয়ে করে কেন? জীবনসঙ্গী বেছে নিতে কাগজে সই করার কী দরকার? এটা তো একটা পার্টনারশিপও হতে পারে।’

আনন্দবাজার পত্রিকা ও ডন


মন্তব্য
জেলার খবর