মন্তব্য
তালেবান ও সেনাদের মধ্যকার চলমান সংঘাতে আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতির চরম অবনতি হয়েছে। দেশটিতে মারাত্মকভাবে বেড়েছে হত্যা, নিপীড়ন ও বৈষম্য। একই সঙ্গে তৈরি হয়েছে ভয় ও নিরাপত্তাহীনতার মত বিষয়গুলো।
বুধবার এক বিবৃতিতে এ ধরনের মানবাধিকার লঙ্ঘনের সাথে সম্পৃক্তদের যথাযথ জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছে আফগানিস্তানে নিযুক্ত জাতিসংঘের সহায়তা মিশন।
বিবৃতিতে বলা হয়, আফগানিস্তানে যেসব নারী ও মেয়েরা মারাত্মক বৈষম্যের শিকার হচ্ছে তাদের প্রতি বাড়তি নজর দিতে হবে। বৈষম্য দূরীকরণে ব্যবস্থা নিতে হবে।
তোলো নিউজ