গাঁজা ও ইয়াবাসহ সহোদর দুই বোন আটক

১৪ জুলাই ২০২১

ভোলা প্রতিনিধি:

ভোলার চরফ্যাশনের শশীভূষণে গাঁজা ও ইয়াবাসহ হাফছা (২২) ও তানিয়া (১৫) নামের সহোদর দুই বোনকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে শশীভূষণ গ্রাম থেকে তাদের আটক করা হয়।

হাফছা শশীভূষণ গ্রামের বাসিন্দা শাহীনের স্ত্রী ও তানিয়া একই এলাকার আঃ আজিজের মেয়ে। শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। তাদের কাছে ২৫০ গ্রাম গাঁজা ও ১৩ পিস ইয়াবা পাওয়া যায়।

তিনি আরো জানান, এ ঘটনায় শশীভূষণ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ জাকির হোসেন বাদী হয়ে আটক দুজনসহ তিনজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। বাকি আসামি হাফছার স্বামী, সে পলাতক। হাফছা ও তানিয়াকে সেই মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার বিকালে আদালতে পাঠানো হয়েছে।

কামরুজ্জামান শাহীন/এমকে

 


মন্তব্য
জেলার খবর