এগিয়ে আসেনি কেউ, গভীর রাতে মরদেহের গোসল করালেন ইউএনও!

১৪ জুলাই ২০২১

দীপক কুমার সরকার, বগুড়া:

আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও প্রতিবেশি- কেউ এগিয়ে আসেনি। মধ্য রাতেই খবরটি পেয়ে ছুটে যান ইউএনও। রাত তখন দুইটা, ইসলামের রেওয়াজ অনুযায়ী গোসল করিয়ে ও কাফন পরিয়ে দাফনের জন্য প্রস্তুত করে দেন মরদেহ। এরপর ১৫ জন মুসল্লীর অংশগ্রহণে করোনায় মারা যাওয়া নারীর জানাজা ও দাফন হয়। জানাজানি হওয়ার পরে টক অব দ্য বগুড়ায় পরিণত হয়েছে ঘটনাটি। মানবিক এ কাজটি করে প্রশংসা কুড়াচ্ছেন বগুড়ার সোনাতলার ইউএনও সাদিয়া আফরিন।

&dquote;&dquote;

মারা যাওয়া নারীর নাম রিনা বেগম (৫৫)। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। মঙ্গলবার বিকালে হাসপাতাল থেকে মরদেহ তার গ্রামের বাড়ি সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের কুশাহাটায় নিয়ে যান স্বজনরা। কিন্তু করোনায় মারা যাওয়ায় দাফন পূর্ববর্তী গোসল করাতে রাজি হচ্ছিলেন না কেউ।

 

এ দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিনের সঙ্গে সোনাতলা থানার ওসি রেজাউল করিম রেজা, পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন, জোড়গাছা ইউনিয়নের চেয়ারম্যান রোস্তম আলী কয়েকজন কুশিহাটা গ্রামে উপস্থিত ছিলেন।

ইউএনও সাদিয়া আফরিন জানান, করোনায় মারা যাওয়া রিনা বেগমকে গোসল করাতে কেউ রাজি নয়- এমন খবর পাই। তার কোনো সন্তানও নেই। মৃত রিনা বেগমের মরদেহকে গোসল না করালে তো জানাযা হবে না, তাছাড়া যেহেতু ওই নারীকে কেউ গোসল করাচ্ছে না। তাই নিজেই গোসল করিয়ে দেই। আমি এটিকে মানবিক দায়িত্ব মনে করেছি। তাছাড়া মরদেহ থেকে করোনা ছড়ায় না- এটা সবার জানা দরকার।

 

ওসি রেজাউল করিম রেজা বলেন, আমি সত্যিই অবাক হয়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় নিজেই রিনা বেগমকে গোসল করিয়ে জানাজার জন্য প্রস্তুত করে দেন।

 

দীপক কুমার সরকার/এমকে

 


মন্তব্য
জেলার খবর