মন্তব্য
আফগানিস্তান থেকে ন্যাটোর সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের ফলে আফগান নারী ও শিশুরা অবর্ণনীয় ক্ষতির শিকার হতে যাচ্ছে। সেনা প্রত্যাহার একটি ভুল সিদ্ধান্ত। নিষ্ঠুর তালেবানরা সাধারণ মানুষকে হত্যা করবে।
মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ তালেবানের সন্ত্রাসী কর্মকাণ্ডের কথা উল্লেখ করে জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলেকে এসব কথা বলেন।
৯/১১ এর হামলার পর ২০০১ সালে আফগানিস্তানে সেনা পাঠানো সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট বলেন, বেসামরিক লোকজনকে জবাইয়ের জন্য তালেবানের কাছে তুলে দেওয়া হয়েছে। এটি আমার হৃদয় ভেঙে দিচ্ছে। জার্মান চ্যান্সেলরও এ বিষয়ে আমার সঙ্গে একমত হবেন।
এএফপি