যেকোনো বিষয়ে স্বাধীন আমি : প্রিয়াঙ্কা সরকার

১৫ জুলাই ২০২১

সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে টলিউডের অন্যতম সাহসী অভিনেত্রী  প্রিয়াঙ্কা সরকার খোলসা করেন, ছেলে সহজ তার সাহসী ফটোশুট নিয়ে কোনো কথা বলে না। তবে কেন তাকে নিয়ে যাওয়া হয়নি, কোথায় শুট করলেন তিনি? এসব জানতে চায়।

প্রিয়াঙ্কার কথায়, আমি একজন সম্পূর্ণ নারী। তাই যেকোনো বিষয়ে স্বাধীন আমি। কাজের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। বছর ৭-এর সহজ যেন মা-কে বুঝতে পারে তিনি সেটাই চান। ও যেন বুঝতে পারে, ছোট জামা পরলেই মেয়েরা খারাপ হয়ে যায় না। ও যেন আমার পরিশ্রমকে সম্মান দেয়, স্বীকৃতি জানায়। 


মন্তব্য
জেলার খবর