শত্রুদেরকে কোনো ছাড় দেবে না ইরান

১৫ জুলাই ২০২১

সীমান্তের দুগারুন ক্রসিংয়ে পৌঁছে ইরানের সেনাবাহিনীর প্রধান সাইয়্যেদ আব্দুর রহিম মুসাভি সাংবাদিকদের বলেন, বর্তমানে ইরানের ৯০ শতাংশ সীমান্ত অত্যাধুনিক ইলেকট্রনিক সরঞ্জামের মাধ্যমে পর্যবেক্ষণ করা হয়।

তিনি আরও বলেন, ইরানের সশস্ত্র বাহিনী সব ধরণের হুমকি মোকাবেলার জন্য আগে থেকেই প্রস্তুত রয়েছে। ইরানি বাহিনী শত্রুদেরকে কোনো ধরণের ছাড় দেবে না। প্রতিবেশী দেশ আফগানিস্তানে শান্তি ও নিরাপত্তা প্রত্যাশা করে ইরান।

তিনি আরও বলেন, আফগানিস্তানে চলমান গৃহযুদ্ধ ইরানের জন্য কোনো ধরণের হুমকি সৃষ্টি করতে পারবে না। ইরানের জল, স্থল ও আকাশ সীমা লঙ্ঘনের কোনো সুযোগ শত্রুরা পাবে না।

আল-আলালাম টিভি 

 


মন্তব্য
জেলার খবর