গত মাস থেকেই বাড়ছে করোনার সংক্রমণ, লম্বা হচ্ছে আ্ক্রান্তদের লাশের মিছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে চলতি মাসের শুরুতেই কঠোর বিধিনিধিষেধ আরোপ করে সরকার। কিন্তু বিধিনিষেধের মধ্যেও প্রায় প্রতিদিনই রেকর্ড সংখ্যক মৃত্যু ও শনাক্তের খবর দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। উদ্ভূত এমন পরিস্থিতিতের মধ্যে এ বিধিনিষেধ শিথিল করায় সংক্রমণ নিয়ে বাড়ছে উদ্বেগ। এ উদ্বেগের কথা জানিয়েছেন খোদ কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।
এ কমিটি করোনা নিয়ন্ত্রণ সংক্রান্ত পরামর্শ দিয়ে আসছে সংশ্লিষ্টদের। তাদের সুপারিশের পরপরই বিধিনিষেধ (লকডাউন) বা কঠোর বিধিনেষেধের প্রজ্ঞাপন জারি করে আসছে সরকার।
মঙ্গলবার জারি করা মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে ১৫-২৩ জুলাই মেয়াদে এ বিধিনিষেধ শিথিল করা হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়েছে- ঈদুল আজহা উদযাপন, জনসাধারণের যাতায়াত, ঈদ পূর্ববর্তী ব্যবসা-বাণিজ্য পরিচালনা, দেশের আর্থ-সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থেই এ শিথিলতা।
বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে উদ্বেগ প্রকাশ করে ওই কমিটি। সেই সঙ্গে সারাদেশে কঠোর বিধিনিষেধ টানা ১৪ দিন বাড়ানোর সুপারিশের কথা জানায়।সোমবার রাতে কমিটির সভায় এ সুপারিশের সিদ্ধান্ত হয়। সিদ্ধান্তের পরের দিনই শিথিলতার প্রজ্ঞাপন আসে।যদিও শিথিলতার প্রজ্ঞাপনে ২৩ জুলাই থেকে ১৪ দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করার কথা উল্লেখ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
এমকে