গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ২১০ জন মারা গেছেন। নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১২ হাজার ৩৮৩ জনের। পাশাপাশি করোনামুক্ত হযেছেন আট হাজার ২৪৫ জন। বুধবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১০ লাখ ৫৯ হাজার ৪৩৮ জনের। এর মধ্যে মারা গেছেন ১৭ হাজার ৫২ জন। সুস্থ হয়েছেন আট লাখ ৯৭ হাজার ৪১২ জন। নমুনা পরীক্ষা করা হয়েছে ৭০ লাখ ৯৯ হাজার ৪৭৯টি। শনাক্তের হার ১৪ দশমিক ৯২ ।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ৪৪ হাজার ৮১০টি, পরীক্ষা করা হয়েছে ৪২ হাজার ৪৯০টি। শনাক্তের হার ২৯ দশমিক ১৪। মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৩১ জন,নারী ৭৯ জন। বিভাগ ভিত্তিক ঢাকায় ৬৯ জন, চট্টগ্রামে ৩৯ জন, রাজশাহীতে ১৫ জন, খুলনায় ৪৬ জন, বরিশালে ১০ জন, সিলেটে ৯ জন, রংপুরে ১৪ জন এবং ময়মনসিংহে আট জন। সরকারি হাসপাতালে ১৫৭ জন, বেসরকারি হাসপাতালে ৪০ জন এবং বাড়িতে ১৩ জন মারা গেছেন ।
এমকে