খোলা দোকানপাট, চলবে গণপরিবহন

১৫ জুলাই ২০২১

কঠোর বিধিনিষেধ শিথিল করায় আজ থেকে পরবর্তী ৮ দিন সারাদেশে দোকানপাট খোলা থাকবে। ১৫ থেকে ২৩ জুলাই পর্যন্ত সড়ক-মহাসড়কে চলাচল করবে গণপরিবহণ। এরপর পরবর্তী ১৪ দিন আবার দোকানপাট ও গণপরিবহন বন্ধ থাকবে। কঠোর বিধিনিষেধকালে (লকডাউন)দোকানপাট ও গণপরিবহন বন্ধ ছিল। কিন্তু মঙ্গলবার  মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা শিথিলতা সংক্রান্ত প্রজ্ঞাপনে দোকানপাট খোলার রাখার সিদ্ধান্ত দেয়ার পাশাপাশি প্রজ্ঞাপনে লঞ্চ, ট্রেন ও বাস চলাচলের অনুমতি দেয়া হয়েছে। ১৫ থেকে ২৩ জুলাই মেয়াদে এ শিথিলতা বলবৎ থাকার কথা বলা হয়েছে প্রজ্ঞাপনে। 

এদিকে প্রজ্ঞাপন জারির পরে শপিং মল বা মার্কেটসহ দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর দোকান মালিক সমিতি। সংবাদ বিজ্ঞপ্তিতে  সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত আটদিন শপিং মল, মার্কেট ও অন্যান্য দোকানপাট খোলা থাকবে। করোনা সম্পর্কিত স্বাস্থ্যবিধি মেনে রাজধানীর শপিং মল ও দোকানপাট খোলা রাখতে দোকান মালিকদের প্রতি আহবান জানানো হয়েছে।

ঈদুল আজহা উদযাপন, জনসাধারণের যাতায়াত, ঈদ পূর্ববর্তী ব্যবসা-বাণিজ্য পরিচালনা, দেশের আর্থ-সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে  কঠোর বিধিনিষেধ শিথিল করা হয়েছে বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনে। বলা হয়েছে, ২৩ জুলাই ভোর ৬টা থেকে  ৫ আগস্ট পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপিত থাকবে।

এমকে


মন্তব্য
জেলার খবর