পশুর হাট বন্ধ রাখার পরামর্শ

১৫ জুলাই ২০২১

উদ্ভূত করোনা পরিস্থিতিতে সরকারকে কোরবানির পশুর হাট বন্ধ রাখার পরামর্শ দিয়েছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। বুধবার  সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে এ কমিটি। এর আগে গত সোমবার  রাতে পরামর্শক কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিকল্প হিসেবে ডিজিটাল মাধ্যমে কোরবানির পশুর বেচা-কেনার ব্যবস্থা করার পরামর্শ দেয়া হয়েছে। তারপরও  লকডাউন শিথিল করে সীমিত পরিসরে কোরবানির হাট বসানোর সিদ্ধান্ত নিলে সে ক্ষেত্রে শর্তজুড়ে দিয়েছে কমিটি। শর্তগুলোর মধ্যে রয়েছে- শহর এলাকায় কোরবানির পশুর হাট বসানো যাবে না।করোনা সম্পর্কিত স্বাস্থ্যবিধি বজায় রেখে উন্মুক্ত স্থানে এ হাট বসানোর অনুমতি দেয়া। বয়স্ক ব্যক্তি এবং অসুস্থ ব্যক্তিকে হাটে ঢুকতে না দেয়া। হাটে প্রবেশ ও বের হওয়ার জন্য আলাদা পথ রাখা। অনলাইন কোরবানির হাটের সুবিধা গ্রহণে সাধারণ মানুষকে উৎসাহিত করা।

এমকে


মন্তব্য
জেলার খবর