বৃহস্পতিবার থেকে ঈদের ছুটি শুরুর আগে প্রতি কার্যদিবসে (১৯ জুলাই পর্যন্ত) সকাল ১০ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন চলবে পুঁজিবাজারে। ব্যাংক লেনদেনের সঙ্গে সমন্বয় রেখে বুধবার এ সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।
ঈদের ছুটির পরে লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। ঈদের ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি কাটিয়ে পুঁজিবাজারে ফের লেনদেন শুরু হবে ২৫ জুলাই।
প্রসঙ্গত, করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে চলতি মাসের শুরুতে কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। বিধিনিষেধের মেয়াদে ব্যাংকের সঙ্গে সমন্বয় রেখে পুঁজিবাজারে লেনেদেনের সময় কমিয়ে দেয় নিয়ন্ত্রক সংস্থাটিও। কিন্তু ঈদ উপলক্ষে ১৫-২৩ জুলাই মেয়াদে এ বিধিনিষেধ শিথিল করেছে সরকার। শিথিল সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পরে ব্যাংক লেনদেনের সময় বাড়িয়ে দিয়েছে ব্যাংক।
এমকে