জাতীয় পার্টির নতুন কমিটি ঘোষণা!

১৫ জুলাই ২০২১

জাতীয় পার্টির ‘নতুন কমিটি’ ঘোষণা করা হয়েছে। বিতর্কিত এ কমিটির ঘোষণা দেন দলটির প্রতিষ্ঠাতা হুসেইন মুহাম্মদ এরশাদের বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান এরিক এরশাদ। বুধবার রাজধানী ঢাকার বারিধারার প্রেসিডেন্ট পার্কে এক আলোচনা সভা  ও দোয়া মাহফিলে ঘোষণাটি দেয়া হয়।  

ঘোষণায় রওশন এরশাদকে চেয়ারম্যান, মা বিদিশা ও ভাই রাহগির আল মাহি সাদকে কো-চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে কাজী মামুনুর রশীদের কথা বলেন এরিক।

এ দিকে এরিক এরশাদের এ ঘোষণায় দেশের রাজনীতি পাড়ায় চলছে তুমুল আলোচনা-সমালোচনা। কেন্দ্রবিন্দু এ ঘোষণা দেয়ার সাংগঠনিক এখতিয়ার এরিকের আছে কি-না, নতুন কমিটির ভবিষ্যত কী?

সভায় নতুন কমিটি প্রসঙ্গে এরিক বলেন, অসুস্থ থাকাকালে বাবাকে জিম্মি করে রাতের আঁধারে আমার চাচা জিএম কাদের অবৈধভাবে পার্টির চেয়ারম্যান পদে স্বাক্ষর করিয়েছিলেন। এগুলো আটকাতে হবে, প্রতিহত করতে হবে। বিদিশা বলেন, আমরা এরিক এরশাদের ঘোষণা মেনে চলবো। আমাদের কেউ থামাতে পারবে না।

দলটির প্রতিষ্ঠাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন কাজী মামুনুর রশীদ। আরো বক্তব্য দেন- বিদিশা সিদ্দিক, মাহগির আল মাহি সাদ এরশাদ, জাপার সাবেক প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খান, জাফর ইকবাল সিদ্দিকী প্রমুখ।

এমকে


মন্তব্য
জেলার খবর