দামি মাদক ক্রিস্টাল মেথ ও ইয়াবাসহ আটক- ৩

১৫ জুলাই ২০২১

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামে ফের দামি মাদকদ্রব্য ক্রিস্টাল মেথ ও ইয়াবাসহ ৩ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। জব্দ করা মাদকদ্রব্যের বাজার মূল্য প্রায় ৮ লাখ টাকা। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ সালাম কবির সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তার আগে  বুধবার সন্ধ্যা নগরীর ব্রিজঘাট হোটেল নেভাল আবাসিকের  সামনে থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- জালাল আহাম্মদ (৪৩),ফারুক (৩০) ও তালাল (৩৫)।

মোহাম্মদ সালাম কবির বলেন, তাদের কাছে পাওয়া ক্রিস্টাল মেথ(আইস)’র পরিমাণ ৮০ গ্রাম  ও ইয়াবার পরিমাণ ৫ হাজার পিস। কাগজে মোড়ানো ও পলিব্যাগে রাখা আইস ছিল জালালের কাছে। বাকি দুজনের কাছে পাওয়া যায় ইয়াবা। ইয়াবাগুলো আনোয়ারা থানা এলাকার অজ্ঞাতনামা ব্যক্তির কাছ থেকে সংগ্রহ করা হয়েছিল। আটকদের নামে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা  হয়েছে।

 

দিলীপ কুমার তালুকদার/এমকে

 


মন্তব্য
জেলার খবর