রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:
একদম চলাচলের অনুপোযোগী হয়ে পড়ছে পটুয়াখালীর রাঙ্গাবালীর বড়ো বাইশদিয়া ইউনিয়নের কাটাখালী খেয়াঘাট-খালগোড়া খেয়াঘাট ও চর হালীম লঞ্চঘাট-গাব বুনিয়া খেয়া ঘাট মেঠো সড়ক দুটি। ফলে যাতায়াতে ইউনিয়নবাসীকে প্রতিনিয়ত মুখোমুখি হতে হয় চরম ভোগান্তির। ৪০ হাজার মানুষের বসবাস এ ইউনিয়নে। আইনি জটিলতায় ১৮ বছর ধরে নির্বাচন না হওয়ায় দুভোর্গটা দীর্ঘস্থায়ী হয়েছে বলেই মনে করছেন স্থানীয়রা। বলছেন, জনপ্রতিনিধিত্বে পরিবর্তন আসলে এ দুর্ভোগ হয়তো থাকতো না।
স্থানীয়রা জানান, একটু বৃষ্টি হলেই সড়কে পানি জমে যায়। আবাদের জন্য জমি প্রস্তুতির মতো রূপ নেয়। বর্ষার এ অবস্থার কারণে শুস্ক মৌসুমেও যান চলাচলে ভোগান্তি পোহাতে হয় চালকদের। স্থানীয় বাসিন্দা ইউসুফ আলী জানান, এ সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করে শিশু, বৃদ্ধা, প্রসুতি, অসুস্থ মানুষ ও মাদ্রাসা, স্কুল, কলেজের শিক্ষার্থীসহ নানা পেশার মানুষ। সামান্য বৃষ্টি হলেই যানবাহন চলাচল করতে না পারায় বাধ্য হয়ে পায়ে হেঁটে চলতে হয় তাদের। এতে পা পিছলে পড়ে গিয়ে আহত হন অনেকেই।আরেক বাসিন্দা মফিদুল হক বলেন, বর্ষার সময়ে কষ্টকর হলেও চলাচল করা যায়। কিন্তু স্থানীয় যান উল্কা, ট্রলীসহ মালবাহী ভারী যানবাহন চলার কারণে সড়কে খানাখন্দ হয়, পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। আব্বাস মিয়া বলেন, আইনি জটিলতার কারণে ১৮ বছর পার হলেও নির্বাচন হচ্ছে না। এ সুযোগে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের ভাগ্য পরিবর্তনের হলেও আমাদের দুর্ভোগ লাঘবে তাদের ভাবনা নেই।
বড়বাইশদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু হাসানাত আব্দুল্লাহ বলেন, ‘আমার ইউনিয়নে তেমন পাকা রাস্তা নেই, পাকাসহ যে কাঁচা রাস্তা রয়েছে তা দিয়ে ভারী যানচলাচলের কারণে রাস্তা ভেঙ্গে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তা সংস্কারের ব্যাপারে আমি উপজেলা প্রশাসনকে অবহিত করেছি।’
সাব্বির হোসাইন/এমকে