১১১ দেশে ছড়িয়ে পড়েছে ডেল্টা

১৬ জুলাই ২০২১

গত সপ্তাহ থেকে বিশ্বব্যাপী সংক্রমণ ও মৃত্যু বাড়তে শুরু করেছে। এর কারণ করোনার তীব্র সংক্রমিত হওয়া ধরন ডেল্টা। ডেল্টা ধরন বর্তমানে বিশ্বের ১১১টি দেশে ছড়িয়ে পড়েছে। এটি শিগগিরই বিশ্বজুড়ে করোনার নিয়ন্ত্রক ধরন হয়ে উঠবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) মহাপরিচালক টেডরস আধানম ঘেব্রেইয়েসুস কোভিড-১৯ বিষয়ক আইএইচআরের অষ্টম বৈঠকের শুরুতে এসব কথা জানান।

তিনি বলেন, বিশ্ব বর্তমানে করোনার তৃতীয় ঢেউয়ের শুরুর মুখে রয়েছে। আমরা এখন করোনার তৃতীয় ঢেউয়ের প্রাথমিক ধাপে রয়েছি। অথচ বিশ্বের অনেক দেশ এখনও কোনো টিকাই পায়নি। আবার অনেকে প্রয়োজনীয় পরিমাণ পায়নি। 

ডব্লিউএইচও


মন্তব্য
জেলার খবর