যুক্তরাষ্ট্রের বিমানকে রাশিয়ার ধাওয়া

১৬ জুলাই ২০২১

যুক্তরাষ্ট্রের তিনটি বি-৫২ যুদ্ধ বিমানকে নিজের আকাশসীমা থেকে সুখু-৩০ জঙ্গিবিমানের সাহায্যে তাড়িয়ে দিয়েছে রুশ বিমান বাহিনী।

রাশিয়ার আকাশসীমা লঙ্ঘন করার পরপরই বেরিং সাগরের আকাশে তিনটি যুদ্ধ বিমানকে তাড়া করে চারটি রুশ জঙ্গিবিমান। 

দুটি মিগ-৩১ এবং দুটি এসইউ-৩৫ যুদ্ধবিমান মার্কিন বি-৫২ যুদ্ধবিমানগুলোকে তাড়া করে এলাকাছাড়া করতে সক্ষম হয়।

স্পুটনিক


মন্তব্য
জেলার খবর