বিএনপি মহাসচিবের বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর: ওবায়দুল কাদের

০৮ ফেব্রুয়ারী ২০২২

বিএনপি সবসময় দলীয় ও গোষ্ঠী স্বার্থে রাজনীতি করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, তারা নির্বাচনে অংশগ্রহণ না নিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত থাকে। ইসি গঠনে সার্চ কমিটি নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত, নেতিবাচক ও বিভ্রান্তিকর। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দলীয় এক বিবৃতিতে এমন মন্তব্য করেন।

ওবায়দুল কাদের জানান, নির্বাচন কমিশন গঠনে সাংবিধানিক বিধান ও আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই সার্চ কমিটি গঠিত হয়েছে। সার্চ কমিটির সদস্যরা সবাই নিজ নিজ ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত, জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। দেশ-জাতির প্রতি তাদের ভালোবাসা ও দায়বদ্ধতা প্রশ্নাতীত। এ সার্চ কমিটির প্রতি জনগণের পূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে। জনগণের প্রত্যাশা— একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের যে শপথ নিয়ে সার্চ কমিটির কার্যক্রম শুরু হয়েছে তা পরিপূর্ণরূপে বাস্তবায়িত হবে। ওবায়দুল কাদের বিএনপি নেতাদের বর্জন ও পরিত্যাগের ভ্রষ্ট নীতি পরিহার করে গণতান্ত্রিক রীতি-নীতি অনুশীলনের আহবান জানান।

এমকে

 


মন্তব্য
জেলার খবর