মন্তব্য
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২২৬ জন মারা গেছেন।করোনা শনাক্ত হয়েছে ১২ হাজার ২৩৬ জনের।আর করোনামুক্ত হয়েছেন আট হাজার ৩৯৫ জন।বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।
স্বাস্থ্য অধিদফতর জানায়, তাদের হিসাবে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১০ লাখ ৭১ হাজার ৭৭৪ জনের। এর মধ্যে মারা গেছেন ১৭ হাজার ২৭৮ জন। সুস্থ হয়েছেন ৯ লাখ পাঁচ হাজার ৮০৭ জন। নমুনা পরীক্ষা হয়েছে ৭১ লাখ ৪৪ হাজার ৪২০টি।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ৪৬ হাজার ৬০৪টি, পরীক্ষা হয়েছে ৪৪ হাজার ৯৪১টি। শনাক্তের হার ২৭ দশমিক ২৩। মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৪০ জন ও নারী ৮৬ জন। সরকারি হাসপাতালে ১৬৮ জন, বেসরকারি হাসপাতালে ৩৮ জন এবং বাড়িতে ২০ জন মারা গেছেন ।
এমকে