লেনদেন বেড়েছে প্রায় ১৪১ কোটি টাকা

১৬ জুলাই ২০২১

সূচকের ইতিবাচক প্রবণতায় ও সিংহভাগ শেয়ারের দর বাড়ায় ঢাকা স্টক এক্সচেঞ্জে  (ডিএসই)  আগের কার্যদিবসের তুলনায়  বৃহস্পতিবার লেনদেন বেড়েছে,  প্রায় ১৪১ কোটি টাকা। পাশাপাশি তিন হাজার ৬৯৩ কোটি টাকা বেড়ে পাঁচ লাখ ২৫ হাজার ২৭১ কোটি টাকায় দাঁড়িয়েছে বাজার মূলধন।

লেনদেন হয় মোট ৩৭৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ২৭০টির,কমেছে ৭৯টির। বাকি ২৬টি অপরিবর্তিত ছিল। লেনদেন হয় এক হাজার ৭৮৯ কোটি ৮৫ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল এক হাজার ৬৪৮ কোটি ৮৯ লাখ ৭৫ হাজার টাকা।

বৃহস্পতিবার দুই লাখ ৮০ হাজার ৩২৩ বার হাতবদল হয় ৬৭ কোটি ৬৮ লাখ ৭৪ হাজার ৭৯৭টি শেয়ার ।  শুরু থেকে শেষ পর্যন্ত উত্থানের চিত্র ছিল লেনদেনে।তিনটি  সূচকের মধ্যে ডিএসইএক্স ৩৪ দশমিক শূন্য দুই পয়েন্ট  বেড়ে ছয় হাজার ৩০৭ দশমিক ৩৫ পয়েন্টে, ডিএসইএস ছয় দশমিক ২৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৩৫৯ দশমিক ৩৬ পয়েন্টে এবং শূন্য দশমিক ২০ পয়েন্ট বেড়ে দুই হাজার ২৭৪ দশমিক ৯০ পয়েন্টে স্থির হয় ডিএস৩০ । টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে থাকে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। দর বৃদ্ধির শীর্ষে ছিল পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, দর বাড়ে ১০ শতাংশ ।

এমকে

 


মন্তব্য
জেলার খবর