সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে সব প্রভাব থেকে মুক্ত থেকে নিরপেক্ষতার সঙ্গে যোগ্য নেতৃত্ব খুঁজে বের করতে হবে।কমান্ড, স্টাফ, প্রশিক্ষকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নিযুক্তির জন্য উপযুক্ত অফিসারদের পদোন্নতি দিতে হবে। এতে সবার গ্রহণযোগ্যতা বাড়বে। সেনাবাহিনীর নির্বাচনী পর্ষদের সদস্যদের প্রতি এ আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার সেনাসদরে নির্বাচনী পর্ষদ-২০২১ (প্রথম পর্ব) এ দেয়া বক্তব্যে এ আহবান জানান। গণভবন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেন প্রধানমন্ত্রী। এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নয়া সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফিং করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব।
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচকমণ্ডলীর সদস্যরা ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে, প্রজ্ঞা ও বিচক্ষণ বিচার-বিশ্লেষণের মাধ্যমে যোগ্য ব্যক্তিকেই পদোন্নতির জন্য নির্বাচিত করবেন বলে আমার বিশ্বাস। পেশাগত দক্ষতার বিভিন্ন দিকের মূল্যায়ন প্রকাশে সেনাবাহিনীর অফিসারদের পদোন্নতিতে ট্রেস (ট্যাবুলেটেড রেকর্ড অ্যান্ড কমপারেটিভ ইভাল্যুয়েশন) পদ্ধতি অনুসরণ করা হয় জেনে খুশি হয়েছেন তিনি- এটা অনুষ্ঠানে প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বলেন, দেশের গণতন্ত্রকে সুসংহত রাখতে একটি সুশৃঙ্খল ও অত্যাধুনিক সেনাবাহিনী অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে। এ জন্য মহান মুক্তিযুদ্ধের আদর্শে বলীয়ান, সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগে সদা প্রস্তুত, পেশাদার এবং দায়িত্বজ্ঞানসম্পন্ন অফিসারদের হাতে নেতৃত্ব ন্যস্ত করতে হবে। এ সময় তার সরকারের টানা তিন মেয়াদে সশস্ত্র বাহিনীর বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন শেখ হাসিনা।
এমকে