কারখানা খোলা রাখতে চান গার্মেন্ট মালিকরা

১৬ জুলাই ২০২১

ঈদ পরবর্তী আরোপিত কঠোর বিধিনিষেধের মেয়াদকালে কারখানা খোলা রাখতে চান গার্মেন্ট মালিকরা। দেশের প্রধান রফতানি পণ্যের এ খাতের উৎপাদন অব্যাহত রাখতে এবং আন্তর্জাতিক ক্রেতাদের দেয়া প্রতিশ্রুতি পূরণ করা এ চাওয়ার কারণ তাদের। বৃহস্পতিবার বৈঠক করে  মন্ত্রিপরিষদ সচিবকে বিষয়টি জানিয়েছেন বিজিএমইএ নেতারা।

বৈঠক শেষে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান গণমাধ্যমকে জানান, করোনার কারণে হাতছাড়া হওয়া অর্ডারগুলো ফিরে আসায় মাত্র কাজ শুরু হয়েছে গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে। শীতের কাজ চলছে। এ সময় গার্মেন্ট কারখানা দুই সপ্তাহের জন্য বন্ধ থাকলে মালিকরা দেউলিয়া হয়ে যাবে। কারখানা বন্ধ থাকার কথা শুনেই অর্ডার স্লো করে দিয়েছেন বায়াররা। তাই  বিধিনিষেধের সময়ও  গার্মেন্ট শিল্প যেন  খোলা থাকে- এটাই আমাদর দাবি।

প্রসঙ্গত. শিথিলের আগে কঠোর বিধিনিষেধের মেয়াদে গার্মেন্টসহ উৎপাদন সংশ্লিষ্ট সব কারখানা খোলা রাখা হয়। কিন্তু শিথিলের মেয়াদ শেষে ১৪ দিন আরোপিত কঠোর বিধিনিষেধের মেয়াদে এসব কারখানা বন্ধ রাখার কথা বলা হয় বিধিনিষেধ শিথিল সংক্রান্ত প্রজ্ঞাপনে। ঈদ ঘিরে ১৫-২৩ জুলাই মেয়াদে বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এর আগে আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়া করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে চলতি মাসের শুরুতে এ বিধিনিষেধ আরোপ করে সরকার।

এমকে

 


মন্তব্য
জেলার খবর