বর্জ্য শোধনাগার শহরের বাইরে করতে হবে: প্রধানমন্ত্রী

০৮ ফেব্রুয়ারী ২০২২

লোকালয়ের বাইরে বর্জ্য শোধনাগার  স্থাপন করতে হবে। শোধনাগারে  কেমিক্যাল এবং ফিজিক্যাল দুই ক্ষেত্রেই  সর্বশেষ ও মডার্ন টেকনোলজি যুক্ত করতে হবে।  পরিবেশ দূষণরোধ ও দুর্গন্ধ ঠেকাতে সংশ্লিষ্টদের এমন নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ নির্দেশনা দেন। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

রাজধানী ঢাকার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ সভায় ভার্চুয়ালি সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে  ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় অংশ নেন।

সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় বর্জ্য অপসারণ ও ব্যবস্থাপনা, সড়ক মেরামতে ব্যবহৃত আধুনিক যান-যন্ত্রপাতি সংগ্রহ এবং মেকানাইজড পার্কিং স্থাপনের মাধ্যমে যানজট নিরসন প্রকল্প অনুমোদন দেওয়া হয়। ৩৩৩ কোটি ৩২ লাখ টাকা প্রাক্কলিত ব্যয় ধরা প্রকল্পটি অনুমোদনকালে এ নির্দেশনা দেন। এ সময় সিটি করপোরেশনের বর্জ্যবাহী গাড়িগুলোতে দক্ষ চালক নিয়োগেরও নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। আর বরাবরের মতোই যে কোনও প্রকল্পের কাজ সঠিক সময়ে শেষ করার তাগিদ দেন- জানান পরিকল্পনামন্ত্রী।

এমকে


মন্তব্য
জেলার খবর