বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শাহাজাহানপুরে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে করা প্রেমিকার মামলায় প্রেমিকসহ ৪ যুবককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে শাহজাহানপুর উপজেলার বনানী বাইপাস এলাকা থেকে মামলার প্রধান আসামি ও প্রেমিককে র্যাব এবং সকালে শহরের বি ব্লক ও সি ব্লক এলাকা থেকে বাকি ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের সময় প্রেমিকের কাছ থেকে ঘটনাটির ভিডিও ও অনলাইন মাধ্যমে ছড়িয়ে দেয়ায় ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতাররা হলেন, প্রধান আসামি শাজাহানপুর উপজেলার বি-ব্লক রহিমাবাদ এলাকার আলম মিয়ার ছেলে মো. গোলাম রাব্বী ওরফে রাব্বী হাসান (১৯), একই উপজেলার ফুলকোট গ্রামের শফিকুল ইসলামের ছেলে আব্দুল্লাহ (১৯), রহিমাবাদ এলাকার আব্দুল মান্নানের দুই ছেলে আরেফিন (২৫) ও নিশাত (২১)। আরেক অভিযুক্ত ফিরোজ পলাতক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা ঘটনার বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে পলাতকসহ গ্রেফতারদের নামে মামলাটি করা হয় থানায়। মামলায় বলা হয়, মঙ্গলবার বিকালে রাব্বী হাসান তার বন্ধুর ফাঁকা বাড়িতে ভুক্তভোগীকে ফোনে ডেকে নিয়ে যায়। এরপর সেই বাড়িতে যায় অভিযু্ক্তরা। এরপর সেখানে অস্ত্রের ভয় দেখিয়ে তার ওপর সংঘবদ্ধভাবে নিপীড়ন চালানো হয়। ভুক্তভোগী বিবাহিতা, ছয় মাস আগে ফেসবুক গ্রুপে পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
দীপক কুমার সরকার/এমকে